চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় কর্তৃক শহরের চেয়ারম্যানঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার দুপুরে অভিযানকালে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মূল্য তালিকা না থাকায় ক্যাফে হীরাঝিলকে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ বন, রুটি, বার্গার পাওয়ায় ইউরেশিয়া রেস্টুরেন্টেকে ২০ হাজার টাকা সহ মোট ২৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটিসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
এসময় জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম, এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম