রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে কক্সবাজারে আয়োজিত তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের অংশ হিসেবে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বিদেশি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে তারা দুই দলে বিভক্ত হয়ে বিভিন্ন ক্যাম্পে কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনে অংশ নেন রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারী ৪০টি দেশের প্রতিনিধি এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে কথা বলেন, তাদের জীবনের বাস্তবতা, দুঃখ-কষ্ট এবং বিভিন্ন চাহিদা সরেজমিনে দেখেন ও শোনেন।
প্রতিনিধিরা উখিয়ার ক্যাম্প-৪-এ অবস্থিত বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) পরিচালিত ই-ভাউচার আউটলেট পরিদর্শন করেন। এরপর যান বালুখালীতে ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিদর্শনে, যেখানে রোহিঙ্গা জনগণের চিকিৎসাসেবা কার্যক্রম সম্পর্কে ধারণা নেন।
এছাড়া রোহিঙ্গা নারীদের জন্য পরিচালিত হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে প্রতিনিধিরা অংশগ্রহণকারী নারীদের সঙ্গে কথাও বলেন এবং তাদের প্রশিক্ষণ ও জীবিকা উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
দুপুরের দিকে প্রতিনিধি দল তাদের ক্যাম্প পরিদর্শন শেষ করে উখিয়া ত্যাগ করেন।
উল্লেখ্য, গত রবিবার কক্সবাজারে শুরু হয় তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘স্টেকহোল্ডার্স’ ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’। রোহিঙ্গা সংকট নিয়ে দীর্ঘমেয়াদী সমাধান ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানাতেই এই আয়োজন। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।
বিডি প্রতিদিন/জামশেদ