জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জয়পুরহাট স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ফাইনাল খেলায় ট্রাইবেকারে ৪-২ গোলে পাঁচবিবি উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জয়পুরহাট পৌরসভা।
নির্ধারিত সময়ের খেলা গোল শুন্যভাবে অমিমাংসিত থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারে।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, পৌরসভার প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, অতিরিক্ত জেলাপ্রশাসক বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন চ সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব প্রমুখ।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে জয়পুরহাট পৌরসভার গোলকিপার লিংকন ও পাঁচবিবি উপজেলা দলের স্ট্রাইকার পাপন। টুর্নামেন্টে জেলার মোট ৮টি দল অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/এএ