ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ একজনকে আটক করেছে রেলওয়ে গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার (৯ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানা পুলিশ।
বিদেশি সিগারেটসহ আটক স্বদেশ সাহা (৪৮) নরসিংদী সদরের পশ্চিম দত্তপাড়া এলাকার নিরঞ্জন চন্দ্র সাহার ছেলে।
আখাউড়া রেলওয়ে পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট রেলওয়ে গোয়েন্দা শাখার এসআই মো. আবু কাউছার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের খাবার গাড়ী থেকে ৭ টি বড় কার্টুনের ভেতরে ১৪৫ কার্টুন Oris সিগারেট, ১১৮ কার্টুন Mond সিগারেট ও ৪৮ কার্টুন Patron সিগারেট জব্দ করা হয়। যার বাজার মূল্য ৬ লাখ ৭০ হাজার টাকা। আটক স্বদেশ সাহার বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলে জানায় পুলিশ।
বিডি প্রতিদিন/জামশেদ