চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় মাঠ পর্যায়ের প্রকৃত তথ্য, ছবি ও ভিডিও তুলে ধরায় কালের কণ্ঠের পাঁচ সাংবাদিককে ‘সাহসী সাংবাদিকতা সম্মাননা’য় ভূষিত করেছে সরকার।
পুরস্কারপ্রাপ্তরা হলেন কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক সাঈদ খান, স্টাফ ফটোগ্রাফার লুৎফর রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টার মাহদী হাসান ও মো. আল আমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মানজুর হোছাইন মাহী। সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তাদের হাতে সম্মাননাপত্রের পাশাপাশি আর্থিক অনুদানের চেকও তুলে দেওয়া হয়।
রবিবার (৩ আগস্ট) বিকেলে ঢাকার তথ্য ভবন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম তাদের হাতে সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম, তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আলম এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে শুধু সাহসী সাংবাদিকতাই নয়, জুলাইয়ের অভ্যুত্থানে শহীদ পাঁচ সাংবাদিকের পরিবার এবং আহত সাংবাদিকদেরও সম্মাননা দেওয়া হয়।
সারা দেশ থেকে মোট তিনটি ক্যাটাগরিতে—শহীদ, আহত ও সাহসী মোট ১৯২ জন সাংবাদিককে বাছাই করে এই সম্মাননা দেওয়া হয়। শহীদ সাংবাদিকদের পরিবারকে এক লাখ টাকা করে এবং আহত ও সাহসী সাংবাদিকদের ২৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।
এই অনুদান বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তহবিল থেকে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন