রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-২। তারা হলেন- মো. জহিরুল ইসলাম ও মো. লিয়াকত আলী লিমন। শনিবার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দুজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়। একজনের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। পরে তাদের জিজ্ঞাসাবাদে একজনের বাসার ছাদ থেকে কাগজে মোড়ানো ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গতকাল এসব তথ্য জানান র্যাব-২ এর সিনিয়র এএসপি (মিডিয়া) খান আসিফ তপু।
তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাব বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা পরস্পর যোগসাজশে ঢাকাসহ আশপাশের বিভিন্ন জায়গায় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তারা ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে জমি দখল, চাঁদা আদায়সহ বিভিন্ন সময় অস্ত্র দেখিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়েছে।