গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে মারুফা আক্তার (৪৫) নামে এক গৃহবধূর আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, মারুফা আক্তারের দ্বিতীয় স্বামী ছিলেন মিজানুর রহমান। শনিবার রাতে হঠাৎ মারুফার ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রতিবেশীরা গিয়ে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। তালা ভেঙে ভিতরে ঢুকে তারা মারুফার আংশিক পুড়ে যাওয়া লাশ উদ্ধার করেন। এ সময় মারুফার স্বামীর হদিস পাওয়া যায়নি। মারুফার মেয়ের স্বামী মোতালেব জানান, তার শাশুড়ি বিদেশে থাকতেন। সে সময় শ্বশুরের সঙ্গে তার বিচ্ছেদ হয়। বিদেশ থেকে দেশে এসে তিনি বাবার বাড়িতে ছিলেন। এরপর শ্বশুর ভুয়া কাবিন তৈরি করে শাশুড়িকে স্ত্রী হিসেবে দাবি করেছিলেন। এই ঘটনায় শ্বশুর মিজানুর রহমানের সংশ্লিষ্টতা আছে বলে তাদের ধারণা। ঘটনার পর থেকে তিনি পালিয়ে আছেন।
শ্রীপুর থানার ওসি আবদুল বারিক বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের ধারণা শরীরে আগুন দিয়ে ও মাথায় আঘাত করে মারুফার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’