বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম খেলোয়াড়ি জীবনের ইতি টানতে পারেন। গতকাল দেশের তারকা এ ফুটবলারের কাছে জানতে চাওয়া হয়েছিল আসন্ন ঘরোয়া ফুটবলে তিনি খেলবেন কি না। গতবার তিনি অনিয়মিতভাবে কয়েকটি ম্যাচে মাঠে নেমেছিলেন। তিনি বলেন, ‘আসন্ন মৌসুমে কোনো ক্লাবের হয়ে খেলব কি না তা ঠিক করতে পারিনি। আবার অবসর ঘোষণা দিতেও পারি। যদি অবসর নিই কোন ক্লাবের হয়ে করব তা ঠিক করিনি। অনেক দিন ধরে তো খেললাম, এখন তো প্রিয় ফুটবলকে বিদায় জানাতে পারি। অপেক্ষা করুন চূড়ান্ত হলে অবশ্যই তা মিডিয়ার কাছে তুলে ধরব।’
খেলোয়াড়ি জীবনের ইতি যদি টানেন তারপরও ফুটবলের সঙ্গে থাকার ইঙ্গিতও দিয়েছেন। বললেন, ‘কোচের্স ট্রেনিং তো নিয়েছি। সুতরাং প্রশিক্ষক ক্যারিয়ারে জড়ানোর ইচ্ছা রয়েছে। ফুটবলের সেবার নিয়োজিত থাকতে চাই। আবারও বলছি কোনো কিছুই চূড়ান্ত করিনি। দেখি না শেষ পর্যন্ত কী করি।’ জামাল ভূঁইয়ার আগে মামুনুলই ছিলেন জাতীয় দলের নিয়মিত অধিনায়ক। খেলেছেন ঢাকা আবাহনী, ঢাকা মোহামেডান, শেখ জামাল ধানমন্ডি, শেখ রাসেল ক্রীড়াচক্র, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ ও ফটিস এফসিতে। বাংলাদেশের একমাত্র ফুটবলার হিসেবে মামুনুল ইন্ডিয়ান সুপার লিগে খেলেছেন। বড় তারকারা বড় দল থেকেই ক্যারিয়ারের ইতি টানেন। দেখা যাক বিদায় বেলায় তিনি কোন দলের জার্সি গায়ে চড়াবেন।