টানা ছয় ম্যাচ হারের ধাক্কা সামলে অবশেষে প্রতীক্ষার জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয়টি ক্যারিবীয়রা জিতেছে জেসন হোল্ডারের শেষ বলের বাউন্ডারিতে। এ জয়ে সিরিজে সমতা এনেছে স্বাগতিকরা। আজ সিরিজের শেষ ম্যাচ। জিততে ক্যারিবীয়দের চাই শেষ বলে বাউন্ডারি। বোালিং বাঁ হাতি ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। ব্যাটিংয়ে হোল্ডার। পাকিস্তানি পেসার আফ্রিদি উইকেটে বেশ বাইরে বল করেন। ছেড়ে দিলে নিশ্চিত ওয়াইড। ২ রান হলে সুপার ওভারে গড়াবে ম্যাচ। কিন্তু জয়ের জন্য মরিয়া হোল্ডার সে পথে হাঁটলেন না। আফ্রিদির বলে তিনি সপাটে ব্যাট চালান। বল ব্যাটে লেগে সীমানা দড়ি পার হতেই দুই হাত দুই দিকে প্রসারিত করে জয়ের উচ্ছ্বাসে ছুটলেন সাজঘরের দিকে। সতীর্থরাও তখন জয়ের বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন হোল্ডারের সঙ্গে। ৩ ম্যাচ সিরিজের প্রথমটি পাকিস্তান জিতেছিল ১৪ রানে। দ্বিতীয়টি ১৩৩ রান তাড়া করে ২ উইকেটে জিতে সমতা এনেছে সিরিজে। প্রথম ব্যাটিংয়ে সফরকারী পাকিস্তান সংগ্রহ করে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান। দলটির পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন হাসান নাওয়াজ। ২৩ বলের ইনিংসটিতে ছিল একটি চার ও ৪টি ছক্কা। অধিনায়ক সালমান ৩৮ রান করেন ৩৩ বলে ৩ চার ও ১ ছক্কায়। ফখর জামান খেলেন ২০ রানের ইনিংস। ম্যাচ জেতানোর নায়ক হোল্ডার ৪ ওভারের স্পেলে ১৯ রানের খরচে নেন ৪ উইকেট। টার্গেট ১৩৪ রান। জয়ের জন্য সেই রান টপকাতে বড় স্কোর খেলেননি স্বাগতিক কোনো ব্যাটার। গদাকেশ মোটি ২০ বলে সর্বোচ্চ ২৮ রান করেন। হোল্ডার ১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন ১০ বলে একটি করে চার ও ছক্কায়। অধিনায়ক শাই হোপ ২১, রস্টন চেইস ১৬, রোমারিও শেফার্ড ১৫ রান করেন। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ নাওয়াজ ১৪ রানের খরচে নেন ৪ উইকেট।
শিরোনাম
- জাতিসংঘ সভাপতির পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারে বাংলাদেশকে কৃতজ্ঞতা ফিলিস্তিনের
- ‘শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেবে বিএনপি’
- সমঝোতা হলে ১০০ আসন ছাড়তে পারে জামায়াত: গোলাম পরওয়ার
- আহমদ রফিকের মরদেহ শনিবার শহীদ মিনারে নেওয়া হবে
- উত্তাপ কমছে না বগুড়া সবজির বাজারে, বিপাকে নিম্ন আয়ের মানুষ
- হজযাত্রীর জন্য ৫ অক্টোবরের মধ্যে লিড এজেন্সি নির্ধারণের নির্দেশ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ২৬৩
- কবে থেকে কমবে বৃষ্টি, যা জানালো আবহাওয়া অফিস
- রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ২৯ জন গ্রেফতার
- শাটডাউন সত্ত্বেও ওয়াল স্ট্রিটে নতুন রেকর্ড
- বান্দরবানের লামায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
- কালীগঞ্জে ট্রাকচাপায় সিএনজির দুই যাত্রী নিহত, আহত তিন
- ইতালি থেকে গাজায় রওনা হয়েছে ১০০ ত্রাণকর্মীর নতুন নৌবহর
- কানাডায় হামের প্রাদুর্ভাবে এই প্রথম মৃত্যু
- ফ্লোটিলার ৪৭০ অধিকারকর্মীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল
- টরন্টোয় ‘বাচনিকের’ যুগপূর্তি উদযাপন ১৮ অক্টোবর
- “মহানায়কের গান” সিজন ২-এর দ্বিতীয় গান প্রকাশ
- সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের বাধায় বিশ্বব্যাপী ক্ষুব্ধ প্রতিক্রিয়া
- স্বাভাবিক জনজীবনে ফিরছে খাগড়াছড়ি
- মিরপুরে যাত্রী নামিয়ে বাসে দুর্বৃত্তদের আগুন
শেষ বলে হোল্ডারের বাউন্ডারিতে জয়
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর