চার শ্রেণির করদাতা ছাড়া অন্য সব করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান স্বাক্ষরিত বিশেষ আদেশে এ নির্দেশনা জারি করা হয়। যারা এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পেয়েছেন তারা হলেন- ৬৫ বছর বা তার বেশি বয়সি প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (যথাযথ সনদ দাখিল সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা। তবে এই চার শ্রেণির করদাতাও ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। আদেশে উল্লেখ করা হয়েছে, ২০২৫-২৬ করবর্ষ থেকে সব সাধারণ ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত পোর্টাল হলো- www.etaxnbr.gov.bd। বিশেষ ছাড় পাওয়া চার শ্রেণির বাইরে কেউ যদি অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম হন, তবে যুক্তিসহ আবেদন করে উপ-কর কমিশনারের মাধ্যমে যুগ্ম বা অতিরিক্ত কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে পেপার (কাগজে) রিটার্ন দাখিল করতে পারবেন। এনবিআর জানায়, গত বছর নির্দিষ্ট এলাকার অধিক্ষেত্রাধীন ব্যক্তি করদাতা, সারা দেশের সব ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং কতিপয় বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলে ব্যাপক সাড়া দিয়ে ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেন। করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারেন। অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য রাজস্ব বোর্ডের নিবেদিতপ্রাণ কর্মীরা কল সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সার্বক্ষণিক সেবা প্রদান করবে বলে জানানো হয়।
শিরোনাম
- আন্দোলনের মুখে রাবিতে পোষ্যকোটা স্থগিত
- “১০-১৫ রান কম হয়েছে”: হারের পর স্বীকারোক্তি শ্রীলঙ্কার অধিনায়কের
- “সাইফ পারবে, আমি জানতাম”: ম্যাচ জয়ের পর আরও যা বললেন লিটন
- সাকিবকে পেছনে ফেললেন লিটন
- ম্যাচসেরা সাইফ, গেমচেঞ্জার হৃদয়
- সুন্দরবনে আইরিশ নারী পর্যটকের মৃত্যু
- অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়া সমঝোতা স্মারক
- শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারাল টাইগাররা
- রাওয়া ডেন্টাল সেন্টারের উদ্বোধন করলেন সেনাপ্রধান
- কোটা বিরোধী আন্দোলনে উত্তাল রাবি, শিক্ষকদের কর্মবিরতি
- পিআর পদ্ধতি বিষয়ে দেশের মানুষের ধারণা নেই: জিয়া হায়দার
- পানি নিষ্কাশনের পথ বন্ধ, বড়াইগ্রামে দুইশ’ পরিবার পানিবন্দী
- এক চ্যালেঞ্জের অভিজ্ঞতা, এক নতুন স্বপ্নের আহ্বান
- এখনো অনেক মানুষ পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত: চসিক মেয়র
- পানিতে জন্ম, প্রাণে ভয়: মস্তিষ্ক খেকো অ্যামিবায় পশ্চিমবঙ্গে মৃত্যু ১৬
- নওগাঁয় উৎসবমুখর পরিবেশে নৌকাবাইচ
- ১৬৮ তে থামল শ্রীলঙ্কা
- শাশুড়ির সঙ্গে স্বামীর পরকীয়া, টিকটক কেলেঙ্কারি থেকে ভাইরাল সিনেমায় ঝড়
- ভারী বৃষ্টিতে ফের বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি
- সংস্কৃতি আমাদের জীবনের প্রতিচ্ছবি: কাদের গনি চৌধুরী
অষ্টম কলাম
চার শ্রেণি ছাড়া অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর