কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক হাসপাতাল কর্মীর মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ জুলাই) সড়কের কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী।
নিহতের নাম মো. ফারুক (৩৫)। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের হিসাব শাখার সহকারী কর্মচারী ছিলেন। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গোয়ালমাথন গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী বলেন, নিহতের স্বজনরা দেবিদ্বার থেকে লাশটি বাড়িতে নিয়ে গেছেন। পিকআপটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক মোটরসাইকেল যোগে কুমিল্লা থেকে দেবিদ্বার অভিমুখে যাচ্ছিলেন। জাফরগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে যান।
স্থানীয় যুবক রাইসুল ও রিফাত মাহামুদ জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা তার মরদেহ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন