বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে চারদিন ধরে ভেসে থাকা একটি মাছ ধরার ট্রলার ও এর ১৮ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। কক্সবাজারের মহেশখালী উপকূল থেকে প্রায় ২৫ মাইল পশ্চিমে উদ্ধার অভিযানে অংশ নেয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘শহীদ ফরিদ’।
জানা গেছে, ভোলা জেলার মনপুরা থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যাওয়া ‘হাবিবা’ নামের ট্রলারটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। এরপর থেকে টানা চারদিন ধরে কোনো দিকনির্দেশনা ছাড়াই সমুদ্রে ভেসে ছিল ট্রলারটি। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে জেলেদের অবস্থা চরমে পৌঁছায়।
গতকাল মঙ্গলবার (২২ জুলাই) নৌবাহিনীর টহলরত ‘শহীদ ফরিদ’ জাহাজ জেলেদের বিপদসংকেত দেখে দ্রুত সেখানে ছুটে যায়। পরিস্থিতি বিবেচনা করে নৌ সদস্যরা তাৎক্ষণিকভাবে জেলেদের বিশুদ্ধ পানি, খাবার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে ট্রলারসহ ১৮ জেলেকে নিরাপদে কুতুবদিয়া উপকূলে নিয়ে আসা হয়।
উদ্ধার হওয়া জেলেরা বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন এবং তারা জীবনের এই সংকটময় মুহূর্তে পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ নৌবাহিনী সূত্র জানিয়েছে, তারা সমুদ্রসীমার নিরাপত্তা, ব্লু-ইকোনমির সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিতভাবে সমগ্র বঙ্গোপসাগরজুড়ে টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এই নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা