সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত দিনাজপুর জেলার ১৩টি উপজেলার ২৭ জন সংস্কৃতিসেবী (শিল্পীদের) মাঝে প্রায় সাড়ে সাত লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। সংস্কৃতিসেবীদের কল্যাণ ভাতার চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
চেক গ্রহণকারী সকল শিল্পীরা জেলা প্রশাসকের সামনে তাদের দুই এক মিনিট করে তাদের পারফরম্যান্স তুলে ধরেন।
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২৪-২০২৫ অর্থবছরে দিনাজপুরের ২৭জন সংস্কৃতিসেবীদের মাসিক কল্যাণ ভাতার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, দিনাজপুরের সংস্কৃতি অঙ্গন গৌরবের ঐতিহ্য। যারা আজীবন নাটক, গান, আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন শিল্পচর্চায় অবদান রেখেছেন, তাঁদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার তাঁদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করতে এই মাসিক ভাতার ব্যবস্থা চালু রেখেছে। আমরা চাই, সংস্কৃতি সেবীরা যেন আর্থিক নিরাপত্তার সঙ্গে সম্মানের জীবন যাপন করতে পারেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকেন।
চেক বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ