দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের নীলফামারীর সৈয়দপুরে ডিলার খালেক ট্রেডিং কোং-এর শুভ হালখাতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের হল রুমে দিনব্যাপী ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ সেলস অফিসার (সিএসও) শাহ্ জামাল সিকদার। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের (নর্থ বেঙ্গল) সিমেন্ট সেক্টরের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার জানে আলম মো. রোবায়েদ এবং বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের দিনাজপুর জোনের জোনাল ইনচার্জ মোস্তাক আহমেদ। হালখাতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুরের শহীদ জহরুল হক সড়কের খালেক ট্রেডিং কোং এর স্বত্বাধিকারী মো. আবদুল করিম শাহিন। এতে স্বাগত বক্তব্য দেন খালেক ট্রেডিং কোং-এর পরিচালক আনাস করিম। বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. মজনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের শওকত ইমরান, নাজমুল হক, ওবায়দুর রহমান প্রমুখ। প্রধান অতিথি শাহ্ জামাল শিকদার তাঁর বক্তব্যে বলেন, ‘কিং ব্র্যান্ড সিমেন্টে ভি আর এম প্রযুক্তির ব্যবহার করা হয়। কিং ব্র্যান্ড সিমেন্ট গুণগত মান অত্যন্ত উন্নত। বসুন্ধরা গ্রুপের প্রতিটি পণ্যে গুণগত মান নিয়ন্ত্রণে কোনো ছাড় দেয় না। পরে কিং ব্র্যান্ড সিমেন্টের সেরা ১০ জন খুচরা বিক্রেতার মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম পুরস্কার একটি ফ্রিজ পেয়েছে নীলফামারীর বাবড়িঝাড়ের বাপ্পী ট্রেডার্স, দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ পেয়েছে নীলফামারীর চওড়া এলাকার মোজাম্মেল ট্রেডার্স এবং তৃতীয় পুরস্কার একটি ডিপ ফ্রিজ পেয়েছেন সৈয়দপুর উপজেলার হাজারীহাটের নজরুল ট্রেডার্সের মো. নজরুল ইসলাম নজু। এ ছাড়া সব খুচরা বিক্রেতাকে সাধারণ উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, রংপুর ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকার প্রায় এক হাজার ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সবশেষে একটি র্যাফেল ড্র হয়।