‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে পঞ্চগড়ে এক আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন। বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শহিদ পরিবারের সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য রিনা পারভিন, জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হোসাইন, এনসিপির সদর উপজেলা সমন্বয়ক তানবিরুল বারি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, খোরসেদ মাহমুদ, মাসুদ রানা, মাহফুজ রহমান, আবু হাসান, গণমাধ্যমকর্মী মোশারফ হোসেন, সরকার হায়দার প্রমুখ।
বক্তারা বলেন, ‘জুলাই শহিদ দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তারা জাতির চেতনায় চিরভাস্বর হয়ে থাকবেন।’
আলোচনা সভা শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/জামশেদ