বৈরী আবহাওয়ার কারণে থমকে যাওয়া জাতীয় লিগ টি-টোয়েন্টি (এনসিএল) ফের মাঠে গড়াচ্ছে।
২৬ সেপ্টেম্বর টুর্নামেন্ট আবার শুরু করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফাইনাল হবে ১২ অক্টোবর। এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ হয়েছে এই টুর্নামেন্টের। ১৪ সেপ্টেম্বর রাজশাহীতে প্রথমদিনে মাত্র পাঁচ ওভারের একটি ম্যাচ হয় বৃষ্টির বাধায়। টুর্নামেন্টের অপর ভেন্যু বগুড়ায় কোনো ম্যাচই হয়নি।
অগত্যা রাজশাহী ও বগুড়া থেকে টুর্নামেন্ট সরিয়ে এনেছে বিসিবি। ২৬ সেপ্টেম্বর সিলেটের দুটি মাঠে হবে খেলা। আবহাওয়ার উন্নতি হলে অন্য ভেন্যুর কথা ভাবতে পারে বোর্ড। ২৪ সেপ্টেম্বর সিলেটে রিপোর্ট করবেন আট দলের ক্রিকেটাররা। পরেরদিন অনুশীলনের সুযোগ পাচ্ছে দলগুলো।
বিডি প্রতিদিন/নাজিম