জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকারে কুষ্টিয়ায় ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, কুষ্টিয়া জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ, জুলাই শহিদদের পক্ষে এনামুল হক ও প্রতিনিধি সুজন মাহমুদ ফারাজি, কুষ্টিয়া জেলা ইসলামী আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম, কুওয়াতুল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. তারিকুর রহমান ও প্রফেসর মোল্লা মো. রুহুল আমিন প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, বিআরটিএ কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. আতিয়ার রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বিডি প্রতিদিন/জামশেদ