জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মাগুরায় নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। সোমবার দুপুরে মাগুরা-ঢাকা মহাসড়কের পাশে ব্রীজ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের শ্লুইজগেট সংলগ্ন নির্ধারিত স্থানে “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। শহীদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসক অহিদুল ইসলাম বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এ স্মৃতিস্তম্ভ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। এটি নতুন প্রজন্মকে স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করবে। যা দেশ ও জাতির কল্যানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ফ্যাসিবাদ পতনের দিনে সেখানে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করার জন্য এই স্মৃতিস্তম্ভ অবিস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম, জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ, যুগ্ম আহবায়ক আখতার হোসেন, জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক এমবি বাকের, ইসলামী আন্দোলনের মাগুরা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম হোসাইন ,সদস্য সচিব মোহাম্মদ হোসাইন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম