রাস্তার পাশে দিনাজপুরের কাহারোল গরুর হাট। সাপ্তাহিক হাটের দিন শনিবার কাক-ডাকা ভোর থেকে বিভিন্ন এলাকা থেকে ভটভটি ও মিনি ট্রাকে ব্যবসায়ীরা এ হাটে গরু বিক্রির জন্য নিয়ে আসেন। রাস্তায় গাড়ি রেখে গরু নামানোর ফলে হাটের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে পথচারী, যানবাহনের যাত্রী-চালকসহ সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়। মো. সাইফুল ইসলাম নামে এক পথচারী বলেন, এক ঘণ্টা ধরে ভ্যানে বসে আছি। যানজটের কারণে ভ্যান সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না।
হাটের ইজারাদার শ্যামল চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, রাস্তা সরু হওয়ায় একটা গাড়ি গেলে আর একটা যেতে পারে না। গরুর গাড়ি পার্কিংয়ের জায়গা না থাকার কারণে রাস্তার ওপরে গাড়ি থেকে গরু নামাতে হয়। তবে গরুর গাড়ি রাস্তায় দাঁড়িয়ে গরু উঠানো-নামানোর বিষয়টি তিনি এড়িয়ে যান। ওসি মো. রুহুল আমিন বলেন, হাটের ইজারাদারকে বলা হয়েছে, রাস্তায় গরুর গাড়ি রাখায় যেন যানজট সৃষ্টি না হয়।