জয়পুরহাট সদর উপজেলা ও পৌরসভায় অবস্থিত সকল মসজিদের ইমামদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিমের আয়োজনে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারের হলরুম এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ফয়সাল আলিম বলেন, গত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে ইমামদের শুধু অবমূল্যায়নই করা হয়নি, সীমাহীন নির্যাতন করা হয়েছে। মসজিদে মসজিদে শেখ মুজিবের নামে আওয়ামী লীগের লিখিত খুতবা পাঠ করতে বাধ্য করা হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় গেলে জয়পুরহাটে সামাজিক শান্তির শৃঙ্খলা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইমামদের সম্পৃক্ত করা হবে। বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে সরকার গঠন করলে ইসলামের কল্যাণে কাজ করবে। মসজিদের ইমাম- মুয়াজ্জিনদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন।
জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা লোকমান হোসেনের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য সচিব কাজী শহিদুল ইসলাম, জেলা ইমাম কল্যাণ সমিতির সভাপতি মাওলানা জয়নাল আবেদিন, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা আবু ফাত্তাহসহ প্রমুখ।
মতবিনিময় সভায় ইমাম ও মোয়াজ্জেনদের সম্মানজনক বেতন ভাতা নিয়ে প্রশ্ন উপস্থাপন করা হলে সরকারের কাছে জোরালো দাবি করা হবে বলেও অঙ্গীকার করেন তিনি।
বিডি প্রতিদিন/এমআই