ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছিনতাইকালে রাকিবুল ইসলাম রাকিব (২০) নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে একটি ছুরি ও ছিনতাই করা নগদ তিনশ টাকাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া রাকিবুল ইসলাম রাকিব জেলার নবীনগর উপজেলার বড়াইল গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন শান্তিনগরের নাজমুল মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, মসজিদপাড়া এলাকায় রেলক্রসিংয়ে উপর দাঁড়িয়ে ছিনতাইকালে রাকিবুলকে গ্রেপ্তার করা হয়। সে একজন চিহ্নিত ছিনতাইকারি। ঘটনার সময় তার সহযোগিরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম