ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোছাম্মদ খাদিজা (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধায় উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন নোয়াগাঁও উত্তর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে স্বামী আনোয়ার হোসেন পলাতক রয়েছেন। নিহত খাদিজা আক্তার উপজেলার নাটঘর গ্রামের মো. দারু মিয়ার মেয়ে। তাদের ঘরে দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছেন।
জানা গেছে, প্রায় তিন বছর পূর্বে নোয়াগাঁও গ্রামের কোরফান মিয়ার ছেলে আনোয়ার হোসেন এর সঙ্গে বিবাহ হয় নাটঘর গ্রামের দারু মিয়ার মেয়ে মোছা. খাদিজার আক্তারের। বিয়ের পর থেকে টাকার জন্য খাদিজার স্বামীসহ তার শ্বশুরবাড়ির লোকজন শারীরিক নির্যাতন করতেন।
নিহতের ভাই মোঃ মনির হোসেন বলেন, আমার বোনকে বিয়ে দেয়ার পর থেকে টাকার জন্য শারীরিক নির্যাতন করতেন তার স্বামী আনোয়ার হোসেনসহ শ্বশুরবাড়ির লোকজন। শক্রবার বিকালে তাকে জোর করে আমাদের বাড়ি থেকে নিয়ে যায় তার স্বামী৷ শুক্রবার সন্ধায় তার স্বামীর বাড়ির লোকজন আমাকে ফোন করে জানায় যে, খাদিজা নাকি আত্মহত্যা করেছে? এই খবর পেয়ে আমি ও আমার পরিবারের লোকজন গিয়ে তাকে মৃত দেখতে পাই। তার লাশ ঘরের খাটে শোয়ানো অবস্থায় ছিল।
নিহতের বাবা দারু মিয়া বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না, তাকে তার শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিত ভাবে হত্যা করেছে৷ আত্মহত্যা করলে তার লাশ ঝুলন্ত অবস্থায় থাকতো কিন্তু তার লাশ ঝুলন্ত অবস্থায় ছিল না, খাটে শোয়ানো অবস্থায় ছিল৷ আমরা সঠিক তদন্তের মাধ্যমে এর সঠিক বিচার দাবি করছি।
নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহীনূর ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম