বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে এফবি সাইকুল নামের একটি ট্রলারডুবি হয়। ঘটনার তিন দিন পর ট্রলারে থাকা ১২ জেলে উদ্ধার হয়েছে।
মঙ্গলবার সকালে ট্রলারটি ডুবে যাওয়ার পর বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ১২ জেলেকে উদ্ধার করা হয়েছে।
জেলেরা তিন দিন ধরে সাগরের পানিতে ভাসছিলেন। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান তাদেরকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া জেলেরা হলেন- কবির মাঝি, এবাদত, শাহ আলম, শরীফ, নুরুল হক, আলামিন শিকদার, রাসেল, মুনসুর, ইব্রাহিম, কবির হিয়ালী, গোপাল ও সোহাগ।
ট্রলারের মালিক পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের খলিফারহাট এলাকার আলমগীর খলিফা জানান, তার ট্রলারটি গত সোমবার মাছ শিকার করতে সাগরে যায়। বৈরী আবহাওয়ায় সাগরে মাছ ধরতে না পেরে ঘাটে ফেরার সিদ্ধান্ত নেয়। এ সময় ফেরার পথে ট্রলারটি মঙ্গলবার সকাল ৮টার দিকে পায়রা বন্দর সংলগ্ন বাইশদা বয়া এলাকায় ডুবে যায়। ডুবো ট্রলারের জেলেরা তিন দিন ধরে নিখোঁজ থাকার পরে আজ সকালে অপর দুটি ট্রলারের জেলেরা তাদের ভাসতে দেখে উদ্ধার করে।
উদ্ধারকৃত জেলেদের ভোলার চরমোনতাজ স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জেলেদের সবার বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। তাদেরকে পাথরঘাটা ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
পাথরঘাটা ট্রলার মালিক সমিতির সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাংলাদেশ প্রতিদিনকে জানান, উদ্ধারকৃত জেলেরা বর্তমানে চরমোনতাজ পুলিশ ফাঁড়িতে অবস্থান করছে। ১৫ জেলের মধ্যে ১২ জনকে উদ্ধারের পর বাকি ৩ জন নিখোঁজ ছিলেন। আজ দুপুরে নিখোঁজ ৩ জেলেকেও উদ্ধার করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল