বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় এক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বসুন্ডা এলাকায় এ দুর্ঘটনায় নিহত সন্ধ্যা রানী বর্মন পঞ্চগড় জেলার বোদা উপজেলার বাকপুর গ্রামের গিরিশ চন্দ্র বর্মনের মেয়ে।
আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, বুধবার সন্ধ্যার পরে আগৈলঝাড়া উপজেলা সদর থেকে রাজিহার হয়ে বাশাইল সড়কের বসুন্ডা এলাকায় পিকাপ গাড়ীর সাথে ধাক্কা লেগে গুরুতর আহত পড়েছিলো ভারসাম্যহীন এক নারী। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলেও সে কোন ঠিকানা বলতে পারেনি। চিকিৎসারত অবস্থায় গভীর রাতে উপজেলা হাসপাতালে সে মারা যায়। পরে সিআইডি’র মাধ্যমে তার বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা করে তার ঠিকানা পাওয়া যায় পঞ্চগড় জেলার বোদা উপজেলার বাকপুর গ্রামে। তিনি ওই গ্রামের গিরিশ চন্দ্র বর্মনের মেয়ে সন্ধ্যা রানী বর্মন। সে আগৈলঝাড়া উপজেলার বাটরা গ্রামের সার্বজনীন মন্দিরের আসে-পাশে ঘোরাঘুরি করতেন। বৃহস্পতিবার সকালে আহত নারী সন্ধ্যা রানী বর্মনের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম