ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে জুস তৈরির দায়ে দুই দোকানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী শহরের লোকনাথ উদ্যান (ট্যাংকেরপাড়) এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের লোকনাথ উদ্যান (ট্যাংকেরপাড়) এলাকায় বিভিন্ন জুসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের দেখা যায়, নাফীস জুস পয়েন্ট ও রকমারি জুস বিপনীতে অপরিচ্ছন ও অস্বাস্থ্যকর পরিবেশে ফল হতে দই ও বরফ দিয়ে জুস তৈরী করা হচ্ছে। প্রস্তুতকৃত জুস যথাযথ ভাবে স্বাস্থ্যকর উপায়ে সংরক্ষণ ও তৈরি করা হচ্ছিল না। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় নাফীস জুস পয়েন্টকে ১২ হাজার ও রকমারি জুস বিপনীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, দুটি জুসের দোকানকে সরকারের আইন মেনে ও স্বাস্থ্যকর উপায়ে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম