নেত্রকোনার দুর্গাপুরে ভ্যান চাপায় ৫ বছরের শিশু শিবু পাল নিহত হয়েছে। স্থানীয়রা চালক বিল্লাল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত শিশু দক্ষিণপাড়া এলাকার নয়ন পালের ছোট ছেলে। বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর পৌরশহরের দক্ষিণপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নির্মাণ সামগ্রী নিয়ে যাচ্ছিলেন ভ্যানচালক বিল্লাল মিয়া। এসময় দক্ষিণপাড়া এলাকায় সড়কের পাশে থাকা শিশু শিবু পালকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। তারপরও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এদিকে এলাকাবাসী ভ্যানচালক বিল্লাল মিয়াকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোঃ মাহমুদুল হাসান জানান, ভ্যানচালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।
বিডি প্রতিদিন/এএম