নড়াইলের লোহাগড়া উপজেলার বসুপটি গ্রামে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রিয়া (১১) নামে শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু প্রিয়া বসুপটি গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রিয়া তার সমবয়সীদের সাথে বাড়ির কাছে একটি ঘেরে গোসল করতে নামে। একপর্যায়ে প্রিয়া ঘেরের পানিতে তলিয়ে যায়।সাথে থাকা শিশুরা প্রিয়ার পরিবারকে বিষয়টি জানায়।পরিবারের লোকজন দ্রুত এসে প্রিয়াকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশু প্রিয়ার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম