গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১০ জন জুয়াড়িকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় জুয়া খেলার সরঞ্জাম, নগদ ১৫ হাজার ৬২৪ টাকা ও ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটকরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের ঝিড়াই গ্রামের ফজলু মিয়ার ছেলে শাহিন (২৫), একই গ্রামের বুলু মিয়ার ছেলে রনি মিয়া (২০), কোগাড়িয়া গ্রামের ফজলু রহমানের ছেলে ফারুক আহম্মেদ (২৮), একই গ্রামের দুলু মিয়ার ছেলে আব্দুল আজিজ (৩৫) ও হোসেন আলীর ছেলে জিয়াউর (৩০), বাল্যা গ্রামের ছিরমত আলীর ছেলে শামসুল আলম (৩৫), কাঁঠালবাড়ী গ্রামের মৃত সোলায়মানের ছেলে নুরুন নবী (৫০), বানীহালি গ্রামের আব্দুল গোফ্ফারের ছেলে শাকিব (৩০), একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে তৌহিদ (২০) ও মৃত সাইরুদ্দিনের ছেলে মিজানুর (৩৮)।
যৌথ বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ জুন) দিবাগত রাত ২টা থেকে বুধবার ভোররাত পর্যন্ত গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় জুয়া খেলার সরঞ্জাম, নগদ ১৫হাজার ৬২৪ টাকা, ১০টি মোবাইল ফোন জব্দসহ ১০জুয়ারাকে আটক করা হয়। পরে আসামীদেরকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
সূত্র আরও জানান, জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশ সদস্যরাও অংশ নেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার বিকালে আসামীদেরকে আদালতে সোপর্দ করা হবে।
বিডি প্রতিদিন/এএম