জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী মিসেস আফরোজা আব্বাস বলেছেন, ৩১ দফা মানেই বাংলাদেশ, ৩১ দফা মানেই গণতন্ত্র। একত্রিশ দফাতেই লেখা আছে কিভাবে সরকার গঠন হবে। কিভাবে দেশ পরিচালিত হবে। কিভাবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা হবে। কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে দেওয়া আছে।
তিনি আরো বলেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার ১৯ দফার ১১তম দফায় নারী ও শিশুর কথা বলেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার মধ্যে ২৪ নম্বরে আছে নারী ও শিশুর মুক্তি কথা। কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে। কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা হবে।
মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় বিএনপির জনসভা ও নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। বিএনপি ও মহিলা দলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো গঠনের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পৌরশহরের শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় আফরোজা আব্বাস আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বুঝতে পেরেছিলেন শুধু পুরুষ দিয়ে দেশ পরিচালিত হতে পারবে না। শুধু পুরুষ দিয়ে দেশের উন্নয়ন হবে না। পুরুষের পাশাপাশি নারীদের অন্তর্ভূক্তি করতে হবে।
তিনি বলেন, গত ১৭ বছর আমাদের নেত্রী দেশ ছাড়েননি। কিন্তু শেখ হাসিনা নেতাকর্মীদেরকে বিপদে ফেলে দেশ থেকে পালিয়ে গেছেন। এই বাংলার মাটিতেই শেখ হাসিনার বিচার হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও আখাউড়া-কসবা উপজেলা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কবির আহমেদ ভূইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ইসমত আরা সুলতানা, সাধারণ সম্পাদক শামীমা বাছির স্মৃতি ও আখাউড়া উপজেলা মহিলা দলের সভাপতি অন্তরা চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভূইয়া, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, উপজেলা যুবদলের আহবায়ক মো: জাকির হোসেন, সদস্য সচিব মহসীন ভূইয়া, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান খান সানি প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি, মহিলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার খান।
বিডি প্রতিদিন/হিমেল