রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে ঘোষিত বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
বুধবার (৩০ এপ্রিল) সকালে ঝিনাইদহ-৪ আসনের পৌরসভাধীন আড়পাড়া ও নদীপাড়া এলাকায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন কালিগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জবেদ আলি লস্কার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জেল হোসেন তপন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ, সদস্য সচিব মৌসুম উদ্দীন শোভন, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা এবং আড়পাড়া ওয়ার্ড বিএনপি নেতা শওকত হোসেন ফেলু।
সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতির প্রয়োজনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘোষণা করেছিলেন। সেখানে নাগরিকদের অধিকার রক্ষা এবং বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করা হয়েছে। এই বার্তাগুলো সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা লিফলেট বিতরণ করছি।
তিনি আরও বলেন, এই ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ