রাজবাড়ীতে রুবেল সরদার (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে সাড়ে ৭ টার দিকে জেলা শহরের পাবলিক হেলথ মোড়ের জামান স্টোরের দোকানের বারান্দা থেকে ওই যুবকের মরদহে উদ্ধার করে পুলিশ।
রুবেল সরদার রাজবাড়ী পৌরসভার দক্ষিণ ভবানীপুর এলাকার মৃত আলম সরদারের ছেলে।
রুবেল সরদারের ভাই জুয়েল সরদার বলেন, ‘আমার ভাই এক সময় পাবলিক হেলথ মোড়ে পান-সিগারেটের দোকান করতেন। মাসখানেক আগে তিনি দোকানটি বিক্রি করে দেন। দাম্পত্য কলহের কারণে তার স্ত্রী গত ৪ মাস ধরে তিন বছর বয়সী একমাত্র ছেলেকে নিয়ে শহরের আটাশ কলোনি এলাকায় বাবার বাড়িতে থাকেন। বাড়িতে আমার ভাই একাই থাকতেন। মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে আমি তাকে তার ঘরে দেখেছি। বুধবার ভোরে জানতে পারি আমার ভাইয়ের মরদেহ পড়ে আছে। ভাইকে ‘হত্যা’ করা হয়েছে বলে দাবি করেন জুয়েল সরদার।’
রাজবাড়ীর সদর থানার অফিসার ইনাচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, পাবলিখ হেলথ মোড় থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদহেটি রুবেল সরদারের বলে শনাক্ত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে। সে ডাকাতি প্রস্তুতি মামলার আসামি। মরদেহের শরীরে দৃশ্যমান আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/জামশেদ