নতুন দলে যোগদান ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলার দিঘীরপাড় গ্রামে মোশাররফ হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে মোশারফের বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। নিহত মোশাররফ হোসেন দিঘীরপাড় গ্রামের শমসের মোল্লার ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরো ৬ জন। আহতরা হলেন, আনিছুর রহমান, মতিয়ার রহমান, মিজানুর রহমান, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর হোসেন ও নাহিদ। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাকান্ডের খবর পেয়ে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এমএ মজিদ দিঘীরপাড় গ্রাম পরির্দশ করেছেন।
ঝিনাইদহের অতিরিক্তি পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানিয়েছেন, সামাজিক দ্বন্দের কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশী অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এএম