রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ পার্কের পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
মৃতের নাম মো. ইয়াসিন ওরফে নিরব (১৫)। সে পেশায় গুলিস্তানে ফুটপাতে ঘড়ি বিক্রি করতো।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের বন্ধু জুবায়ের আহমেদ বলেন, বুধবার দুপুর আড়াইটার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ পার্কের পুকুরে বৃষ্টির মধ্যে আমি ও নিরবসহ তিন বন্ধু গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় নিরব। পরে সেখান থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বিকেল সাড়ে তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মৃতের মা ফারজানা ববি বলেন, খবর পেয়ে ঢামেক হাসপাতালে এসে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পাই। মৃত ইয়াসিনের গ্রামের বাড়ি সৈয়দপুর জেলায়। বাবার নাম মৃত এনায়েত হোসেন।
বর্তমানে ওয়ারি বিসিসি রোড ঠাটারী বাজার এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো। তিন বোন এক ভাইয়ের মধ্যে সে সবার ছোট।
বিডি প্রতিদিন/এমআই