পটুয়াখালীর কলাপাড়ায় ৯শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাবে বিনামূল্যে সার ও বীজ। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা কৃষি বীজ সংরক্ষণাগারে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রতি কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ড্যাপ ও ১০ কেজি এমওপি সার দেয়া হবে। আনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, সিপিপি কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবিরসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারি, গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগী প্রান্তিক কৃষক উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আরাফাত হোসেন জানান, ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপজেলায় মোট ৯শ কৃষকদের মাঝে এসকল বীজ ও সার বিতরণ করা হবে।
বিডি প্রতিদিন/এএ