নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি আজাদুল ইসলাম।
সভায় নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক এ.এইচ. ইরফান উদ্দিন আহমেদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক রুবেল আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক রিফাত হোসেন সবুজ, বাসদের জেলা সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, সমাজকর্মী নাইস পারভীনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং ভোক্তারা বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, শুধু ভোক্তা অধিদপ্তর সব সময় বাজার তদারকি বা জরিমানা করলেই হবে না বরং ভোক্তাদেরও সবসময় সচেতন থাকতে হবে। কোনো পণ্যের দাম, মান ও ওজনে অসামঞ্জস্য থাকলে রশিদসহ ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করতে হবে। এছাড়া, নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বেশি সচেতন থাকতে হবে কৃষকদের। যেখানে থেকে শাক-সবজি বা খাদ্য শস্য বাজারজাত হয়ে থাকে।
বিডি প্রতিদিন/কেএ