খাগড়াছড়িতে উপজেলা প্রশাসন আয়োজিত একমত বিনিময় সভা সদর উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি মতবিনিময় সভায় বলেন, এ জেলায় আইন-শৃঙ্খলা অনিয়ম দুর্নীতিসহ যেসব অনিয়মের সাথে যারা জড়িত তাদেরকে কোনভাবে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, এই জেলায় অবৈধভাবে পাহাড় কাটা, বালি উত্তোলন ছড়া নদী দখলে জড়িত তাদের তালিকা তৈরি করা হয়েছে। আমরা যেকোনো সময় অবৈধ দখলদারদের উচ্ছেদে মাঠে নামবো।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, এসিল্যান্ড সিরাজুম কায়সার মুনিয়া, সদর থানার তদন্ত কর্মকর্তা সুজন বড়ুয়া, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মধুমঙ্গল চাকমা, জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ রাজা, জেলা জামায়াতের নেতা, ত্রিপুরা ঐক্য পরিষদের সভাপতি খনি রঞ্জন ত্রিপুরা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, সভায় ছাত্র প্রতিনিধি জাহিদ হোসেন। মতবিনিময় সভায় বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধি জনপ্রতিনিধি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশ নেন।
বিডি প্রতিদিন/এএ