নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক নারী প্রাণ হারিয়েছেন। নরসিংদী পৌর এলাকার বাসাইল রেলগেট এলাকায় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম (৫০) নরসিংদী পৌর এলাকার বাসাইল মহল্লার বশির উদ্দিনের স্ত্রী।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম ও নিহতের স্বজনরা জানান, দুপুরে বাসা হতে বের হয়ে রেল লাইন ধরে হাঁটছিলেন সেলিনা বেগম। এ সময় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। খবর পেয়ে রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এএম