ফেনীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ পলিথিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর হোসাইন এ জরিমানা করেন।
সূত্রে জানা গেছে, পরিবেশ রক্ষায় শহরের মহিপাল বাজারে ভ্রাম্যমাণ আদালত একটি অভিযান চালায়। এসময় সরকারি ভাবে নিষিদ্ধ ও পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রি করার অপরাধে মেসার্স আব্দুল কাইয়ুম স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা ও ১২ কেজি পলিথিন জব্দ, মেসার্স জাহিদ ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা ২ কেজি পলিথিন জব্দ করে। অভিযানের সময় ব্যাটেলিয়ান আনসার একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক তানবীর হোসেন জানান, পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের নেতৃত্বে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম