চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তার অভিযানে মেয়াদোত্তীর্ণ ও মানহীন খাদ্যপণ্য বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার পুরাতন বাজার ও চারতলার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, মঙ্গলবার আলমডাঙ্গার পুরাতন বাজারে অভিযান চালানো হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ, নিয়মবহির্ভূত সংরক্ষণ ও মানহীন পণ্য ক্রয়-বিক্রয়ের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/এএ