‘শুভ কাজে সবার পাশে’-এই প্রত্যয় নিয়ে বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট উপজেলার নবগঠিত কমিটি বৃক্ষরোপণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
সোমবার (২৮ এপ্রিল) বিকেলে হালুয়াঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। এর আগে উপজেলা পরিষদ হলরুমে শুভসংঘের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় শুভসংঘ হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি জিহাদুজ্জামান শিহাবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাশহুরা তাবাসসুম কাশফিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শুভসংঘের উপদেষ্টা ও হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনূর খান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান। এছাড়াও শুভসংঘের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. এনামুল ফেরদৌস তুহিন, মো. মোশাররফ হোসেন, কালের কণ্ঠ প্রতিনিধি মাজহারুল ইসলাম মিশু, নাফিউল হাসান মুবিন, সালগ্রা চাম্বুগং এবং রেজাউল করিম।
শুভসংঘের কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাকিব খান, ওয়াহিদ মিয়া, হাফিজুর ইসলাম, লামিয়া আক্তার উর্মি, নওশীন জাহান, মাইদা মিনজাব নূপুর, ফারজানা আক্তার এ্যানি, আব্দুল্লাহ আল তামিম, আরাফ ইসলাম তাসিন, সিঁথি, মাইশা তাবাসসুম, সকাল, আঁখি, রেশমি আক্তার জুঁই, পলি, সিয়াম আহমেদ, নাবিলা আক্তার, আলিয়া আক্তার, মোহাম্মদ রিফাত, দেওয়ান তাহাবাতুল উরবশি, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সাহেরা সিদ্দিকা, ফারদিয়া আক্তার সুপ্তি, হাফসা খাতুন, ফাহিম ইসলাম শুভ, ওয়াহিদুজ্জামান সাদমান সহ অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান বলেন, বসুন্ধরা শুভসংঘ অনেক দিন ধরেই সামাজিক নানা কর্মকাণ্ডে অংশ নিচ্ছে। হালুয়াঘাট শাখার নবগঠিত কমিটিও আশাকরি সমাজের উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখবে। উপজেলা প্রশাসন সবসময় শুভসংঘের পাশে থাকবে।
উল্লেখ্য, চলতি বছরের ১৩ এপ্রিল বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হালুয়াঘাট উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ