রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এনামুল হক ও তার স্ত্রী তহুরা হকের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে পৃথকভাবে সোমবার দুদকের সহকারী পরিচালক মিনহাজুল বিন ইসলাম বাদী হয়ে মামলা করেন।
তাদের বিরুদ্ধে ২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও বিভিন্ন ব্যাংকে অবৈধভাবে দুই হাজার ২৪২ কোটি ৫৬ লাখ টাকার লেনদেনের অভিযোগ রয়েছে।
মঙ্গলবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাবেক এমপি এনামুল ও তার স্ত্রী তহুরার বিরুদ্ধে ২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে দুই হাজার ২৪২ কোটি ৫৬ লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারা, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪- এর ২৭ (১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭- এর ৫ (২) ধারায় পৃথকভাবে দুটি মামলা করা হয়েছে।’
মামলার এজাহারে বলা হয়, সাবেক এমপি এনামুল হক অসঙ্গতিপূর্ণভাবে ১৮ কোটি আট লাখ ২৮ হাজার ৯২ টাকার সম্পদ অর্জন ও ভোগ করছেন। পাশাপাশি তিনি নিজের নামে ও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠনের নামে পরিচালিত ২২ টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২০০৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট দুই হাজার ২৩৯ কোটি ১৫ লাখ ৮৬ হাজার ৬০২ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
অন্যদিকে, তার স্ত্রী এনা প্রপার্টিজের চেয়ারম্যান তহুরা হকের বিরুদ্ধেও সাত কোটি ৯৫ লাখ সাত হাজার ৮২৭ টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি নিজের নামে পরিচালিত দুটি ব্যাংক হিসাবের মাধ্যমে তিন কোটি ৪০ লাখ ১৬ হাজার ২৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন