চুয়াডাঙ্গায় ক্ষতিকর রং মিশিয়ে নিম্নমানের ঝালের গুড়া তৈরির অভিযোগে রজব মশলা মিলে অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য অধিদপ্তর। এ সময় ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানের মালিক রজব আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে জব্দ করা হয় ঝালের সাথে মেশানো ক্ষতিকর রংসহ বিভিন্ন উপকরণ।
মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার সাত ভাই পুকুর পাড়ের পাশে এ অভিযান চালোনো হয়।
চুয়াডাঙ্গা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল জানান, অভিযোগ পেয়ে চুয়াডাঙ্গা পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর নারগিস জাহানকে সাথে নিয়ে ওই মিলে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায় সেখানে নিম্নমানের ঝালের সাথে ক্ষতিকর রং ও অন্যান্য উপকরণ দিয়ে ভেজাল ঝালের গুড়া তৈরী হচ্ছে। সাথে সাথে খবর দেয়া হয় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমানকে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি রজব মশলা মিলের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জব্দ করা হয়েছে ৯ বস্তা নিম্নমানের ঝাল ও ক্ষতিকর রঙসহ বিভিন্ন উপকরণ। সেই সাথে মিল মালিক রজব আলীকে সতর্ক করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল