বরিশালের বানারীপাড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার শাবলের আঘাতে আহত চাচার মৃত্যু হয়েছে। ঘটনার ২১ দিন পর শনিবার ভোর রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বলে বানারীপাড়া থানার ওসি মো মোস্তফা জানিয়েছেন। মৃত সুলতান হোসেন খান (৪৫) উপজেলার মলুহার গ্রামের বাসিন্দা ও স্বরুপকাঠির ইন্দেরহাট বন্দরের কাপড় ব্যবসায়ী।
স্বজনদের বরাতে ওসি বলেন, জমির ভাগ-বাটোয়ারা নিয়ে গত ৫ এপ্রিল রাত ১১টায় সুলতান হোসেন খান ও তার ভাই শাহজাহান খানের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এ সময় শাহজাহান খানের ছেলে রুবেল খান শাবল দিয়ে চাচা সুলতান খানকে পিটিয়ে আহত করে। আহত সুলতানকে ঢাকা পিজি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। লাশের ময়না তদন্তসহ যাবতীয় আইনগত ব্যবস্থা শাহবাগ থানা করবে।
ওসি আরো জানান, এ ঘটনার সুলতান খানের বোন নাসিমা বেগম বাদী হয়ে বড় ভাই শাহজাহান খান,তার ছেলে রুবেল খান,ভাতিজার স্ত্রী লামিয়া আক্তার,বোন নিলুফা বেগম ও মারুফা বেগম,ভগ্নিপতি মোশারফ হোসেন এবং শাহ আলমসহ অজ্ঞাতনামাদের আসামী করে মামলা করেছেন। ওই মামলার আসামী হিসেবে শাহজাহান খান ও ছেলে রুবেল খানকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা কারাগারে রয়েছে।
বিডি প্রতিদিন/এএম