পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেয়ার প্রতিবাদে ক্লাস বর্জন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা। এসময় দ্রুততম সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিও জানান তারা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) একই দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন করেন তারা। আজ বুধবার সকাল ৯টা থেকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মদনপুর পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সড়কে শত শত গাড়ি আটকা পড়ে। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
খবর পেয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস ও পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলে সড়কে স্বল্প পরিসরে যান চলাচলের সুযোগ করে দেয় শিক্ষার্থীরা।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, প্রশাসনের মধ্যস্থতায় আন্দোনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেছে মেডিকেল কলেজ প্রশাসন। আশা করি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ