মাদারীপুরের কালকিনিতে জমিতে কাজ করতে গিয়ে মো. মোশারফ হোসেন কাজী-(৫৮) নামে একজন কৃষক বোমা বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হয়েছেন। পরে আহত ওই কৃষককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারেরচর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে, বোমা বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, আহত কৃষক মোশারফ হোসেন দুপুরে জমিতে কোদাল নিয়ে কাজ করতে গেলে মাটিতে পুতে রাখা একটি বোমার ওপরে কোদালের আঘাত লাগলে তা বিস্ফোরিত হয়ে তার মুখমন্ডল ও শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়ে যায়।
এদিকে আহত ওই কৃষককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত কৃষকের ছেলে সোহেল কাজী বলেন, ‘জমিতে কাজ করতে গিয়ে বোমা বিস্ফোরিত হয়ে বাবা গুরুতর আহত হয়েছেন। তবে এই ঘটনায় এলাকাবাসীর মাঝে এখন আতঙ্ক বিরাজ করছে।’
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা বলেন, বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/জামশেদ