পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আধুনিক প্রযুক্তিতে বাণিজ্যিক খাদ্যনির্ভর কোরাল বা ভেটকি মাছ চাষের প্রদর্শনীমূলক প্রকল্পের ফলাফল প্রচার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের ‘বিজনেস প্রমোশন কাউন্সিল’ এর অর্থায়নে বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০ টায় কুয়াকাটায় হোটেল মোহনার হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে উপকূলীয় অঞ্চলের শতাধিক মাছ চাষি অংশগ্রহণ করেন। বাংলাদেশ শ্রীম্প অ্যান্ড ফিস ফাউন্ডেশনের উদ্যোগে কলাপাড়া মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় কর্মশালার সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রীম্প এন্ড ফিস ফাউন্ডেশন’র ডিরেক্টর মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাইন্টিফিক অফিসার (বি,এফ,আরআই খেপুপাড়া ) ড. মুহাম্মদ আশরাফুল হক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকোয়া কালচার বিভাগের প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ শ্রীম্প এন্ড ফিশ ফাউন্ডেশন এর ড. মুহাম্মদ জিল্লুর রহমান, সিনিয়র উপজেলা কর্মকর্তা অপু সাহা প্রমুখ।
বক্তারা আধুনিক প্রযুক্তিতে বাণিজ্যিকভাবে খাদ্যনির্ভর কোরাল বা ভেটকি মাছ চাষের ফলাফল বিষয়ক আলোচনা করেন।
বিডি প্রতিদিন/জামশেদ