যশোরের ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশুদু’টি সম্পর্কে চাচাতো ভাই-বোন। নিহত শাফিন (৩) ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে এবং মেহেরিন (৩) একই গ্রামের জহির উদ্দিনের মেয়ে।
নিহত শাফিনের পিতা সাইফুল ইসলাম বাচ্চু জানান, শাফিন ও মেহেরিন বুধবার সকাল ১১টার দিকে বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশপাশের বাড়িতে খোঁজ করা হয়। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে নেমে খোঁজাখুঁজির সময় ডুবন্ত অবস্থায় শাফিন ও মেহেরিনের মরদেহ পাওয়া যায়।
একসাথে দুই শিশুর মৃত্যুর ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, মর্মান্তিক এ ঘটনাটি তিনি শুনেছেন। পারিবারিকভাবে শিশুদুটির মরদেহ দাফন করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম