দেশের একমাত্র ভূগর্ভস্থ দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে দুর্ঘটনায় সোহাগ বাবুল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে মধ্যপাড়া পাথর খনির আন্ডারগ্রাউন্ডে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
সোহাগ বাবুল রংপুরের বদরগঞ্জ উপজেলার ঘ্রিলাই মালতলা, বড়বালা গ্রামের বাসিন্দা।
পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস ছালাম এই তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকাল ১১টার দিকে মধ্যপাড়া পাথর খনির ভূ-অভ্যন্তরে ব্লাস্টিং এর কাজ শুরু করেন সোহাগ বাবু নামে এক শ্রমিক। কাজ করার সময় অসতর্কতায় পড়ে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এর পরপরই তিনি মৃত্যুবরণ করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল