গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রশান্ত বল্লভ (২৫) নামে এক চটপটি ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কলাবাড়ী-রামনগর সড়কের ওঝা বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রশান্ত বল্লভ কলাবাড়ী গ্রামের জগদীশ বল্লভের ছেলে ও একজন চটপটি ব্যবসায়ী।
স্থানীয় সূত্র জানাগেছে, কালিগঞ্জ বাজার ভ্যানে চড়ে প্রশান্ত বল্লভ বাড়ীতে যাচ্ছিলেন। এ সময় অপর দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হলে প্রশান্তকে বহন করা ভ্যানটি উল্টে যায়।
এ সময় প্রশান্ত বল্লভ ও ভ্যান চালক গুরুতর আহত হয়। এদেরকে কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রশান্তকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার ওসি মো: আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম