তালাক না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করেছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালতে মামলাটির তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শেখ মো. মিজানুর রহমানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।
জেরা শেষ হলে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করেন বিচারক। একই সঙ্গে আগামী ২৮ এপ্রিল মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানির দিন ধার্য করেছেন। আত্মপক্ষ শুনানির পর যুক্তিতর্ক উপস্থাপন শেষেই ঘোষণা করা হবে মামলার রায়। ফলে রায় ঘোষণার পথে বাধা আর মাত্র দুইটি ধাপ।
এ মামলায় মোট দশজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। বুধবার সাক্ষ্যগ্রহণ চলাকালে আসামি নাসির ও তামিমা আদালতের এজলাসে উপস্থিত ছিলেন। বাদীপক্ষের আইনজীবী ইশরাত জাহান এসব তথ্য নিশ্চিত করেন।
২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় নাসির তামিমাকে বিয়ে করেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী অবৈধ।
মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর নাসির হোসেন ও তামিমা সুলতানা এবং তামিমার মা সুমি আক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পিবিআই। এরপর ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। তবে নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল